কসমেটিক ব্র্যান্ডের প্রচারণায় কাইলিকে নিয়ে ঝড়
বিশ্বের কমবয়সী ধনকুবেরদের মধ্যে অন্যতম কাইলি জেনার। নিজের নামেই রয়েছে প্রসাধনী সামগ্রীর ব্যবসা। বিশ্বব্যাপী সমাদৃত রয়েছে তার প্রসাধনী সামগ্রী। সম্প্রতি হলিউডের টিভি স্টার কাইলি জেনার নিজের কসমেটিক ব্র্যান্ডের প্রচারণার জন্য তার ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন। এতে ভক্তরা প্রশংসা করছেন কাইলির এই নতুন লুকের। তবে অনেকে করেছেন সমালোচনাও।
সেখানে দেখা গেছে, খোলামেলা পোশাকে কসমেটিক কালেকশনের প্রচারে নেমেছেন তিনি। তার এসব ছবি উপভোগ করতে কেউ পিছপা হননি।
এই ছবিগুলোতে দেখা যাচ্ছে, শরীরে চকোলেট জাতীয় কিছু মাখা। সাদা রঙের পর্দার সামনে তোলা এই ছবিকে অনেকেই ভয়ংকর বলে মন্তব্য করছেন। আবার কেউ কেউ বেশ প্রশংসা করেছেন তার নতুন লুকের। এছাড়াও কাইলি একটি হরর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ফটোশুট করেছেন। যার মধ্যে কাইলির নতুন হেয়ার স্টাইলে নিজের বুক ঢাকতে দেখা যাচ্ছে। কাইলি জেনারের এই ছবিগুলোর উদ্দেশ্য ছিল প্রসাধনী সামগ্রীর প্রচার করা।
যদিও নেটিজেনরা প্রচারের পদ্ধতিতে ভালোভাবে নেননি। পছন্দ হয়নি বলে জানিয়েছেন তারা। একজন মন্তব্য করেছেন, এগুলো সমস্ত ডিস্টার্বিং ছবি।
মতামত দিন