রাজনীতি

লন্ডনের অপেক্ষায় না থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপিকে জাফরুল্লাহর আহ্বান

লন্ডনের নির্দেশের অপেক্ষায় না থেকে কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির আরেকটু সাহস দেখানো উচিত। তারা লন্ডনে (তারেক রহমান) কবে ঘণ্টা বাজবে, সেদিকে লক্ষ্য না রেখে ক্ষতিগ্রস্ত প্রতিটি জায়গায় যাওয়ার জন্য তাদের আমি আহ্বান জানাচ্ছি। এখনই যেন তারা বেরিয়ে পড়ে। দেশ আপনাদেরও। দেশের মানুষ আপনাদের ভালোবাসে। সুতরাং কোনো হুমকিকে ভয় পাবেন না। আপনারা যদি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান ভালো হবে। এ সময় সাম্প্রদায়িক হামলা ঠেকাতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনায় জাতিসংঘ বিবৃতি দিচ্ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের হামলা যাতে না ঘটে সেজন্য যথাযথ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় আনতে আহ্বান।

মতামত দিন