মার্শেই ডার্বিতে রাতে ৩ তারকাকেই পাচ্ছে পিএসজি
কুঁচকির ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র। মার্শেই মাঠ অরেঞ্জ ভেলোড্রোমে নেইমারকে পাওয়া যাবে বলে জানিয়েছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
এই মার্শেই ডার্বি শুধু একটি ম্যাচ নয় শুধু, ফ্রান্সে এই ডার্বির গুরুত্ব অনেক বেশি। এ নিয়ে পিএসজি কোচ বলেন, ‘আমি এই ‘ক্লাসিকো’ একজন খেলোয়াড় ও কোচ হিসেবে খেলেছি। প্রতিটিরই নিজস্ব গল্প আছে, কিন্তু এটা একটা ডার্বির মতো। এটা স্রেফ তিন পয়েন্টের ব্যাপার নয়। পিএসজি বনাম অলিম্পিক মার্শেই আর সব ম্যাচের মতো নয়। এটা আমাদের এবং সমর্থকদের জন্য গর্বের, আবেগের ম্যাচ।‘
কুঁচকির চোটের কারণে নেইমার চ্যাম্পিয়নস লিগে জার্মান ক্লাব লাইপজিগের বিপক্ষে খেলতে পারেননি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের অনুপস্থিতিতে নিজেদের মাঠে ম্যাচটি ৩-২ গোলে জেতে পিএসজি। তবে মার্শেই ডার্বিতে নেইমার, মেসি এবং এমবাপ্পেকে একসঙ্গে মাঠে দেখা যাবে বলে জানিয়েছন পচেত্তিনো।
এদিকে, পিএসজিতে যোগ দেয়ার পর এখনও মাঠে নামেননি স্প্যানিশ ডিফেন্ডার রামোস। তবে তিনিও মাঠে ফিরতে বেশি দেরি নেই বলে জানালেন পিএসজি কোচ। এখনও অবশ্য রামোস অনুশীলন করছেন একা। অন্যদিকে ঊরুর চোটে ভুগছেন আর্জেন্টাইন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। মার্শেইয়ের বিপক্ষে তাকেও পাবেন না পচেত্তিনো।
মতামত দিন