রোমাঞ্চকর লড়াইয়ে আজ বার্সার মুখোমুখি রিয়াল
এল ক্লাসিকোর রোমাঞ্চকর লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রোববার (২৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় ক্যাম্প ন্যুর মাঠে গড়াবে ম্যাচটি।
এল ক্লাসিকো মানেই বিশ্ব ফুটবল অঙ্গনে বাড়তি উন্মাদনা। যদিও রোনালদো যাওয়ার পর লিওনেল মেসিও নেই লা লিগায়। এতে এল ক্লাসিকোর রঙ হারানো স্বাভাবিক। তবে আনসু ফাতি-ডিপাইদের মতো তরুণরা মাঠে ঠিকই আলো ছড়াচ্ছেন।
চলতি মৌসুমে হার জিতের দোলাচলে সময় পার করছে বার্সেলোনা। তবে সবশেষ দুই ম্যাচ জিতে আত্নবিশ্বাসী কাতালান শিবির। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে বার্সা। এবার মর্যাদার লড়াইয়ে জয়রথ ধরে রাখতে চায় বুসকেটস- আনুস ফাতি-পিকেরা।
অন্যদিকে, ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সবশেষ দুই ম্যাচে হারলেও, সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেৎস্কের বিপক্ষে জয়টা অনুপ্রেরণা যোগাচ্ছে লস ব্লাঙ্কসদের। পরিসংখ্যান বলছে, দু’দলের ৭৫ বারের দেখায় বার্সেলোনার ৩২ জয়ের বিপরীতে ২৩টিতে জয় পায় রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠে খেলা বিধায় স্বস্তিতে কাতালানদের কোচ রোনাল্ড কোম্যান। রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ডাচ এই কোচ বলেন, আমরা এই ম্যাচ খেলার জন্য মোটেই চিন্তিত না। বরং এটার জন্য মুখিয়ে আছি। আমরা জানি কী করতে হবে নিজেদের। কারণ খেলাটা আমাদের মাঠে।
তবে রিয়ালের আত্মবিশ্বাসেও যে কমতি নেই সেটাও জানালেন আনচেলত্তি। রিয়াল বস বলেন, দলগুলো আগের কয়েক ম্যাচে কি করেছে, সেটা এ ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টা হলো মাঠের খেলা। সব ম্যাচই এমন।
মতামত দিন