অন্যান্য

ডার্ক সার্কেল দূর করার উপায়

পর্যাপ্ত ঘুম না হওয়া বা অতিরিক্ত চিন্তার কারণে অনেকেই চোখের নিচে ডার্ক সার্কেলে ভোগেন। এ ছাড়া জিনগত কারণে অনেকে এই ডার্ক সার্কেলের সমস্যা হয়ে থাকে। তবে এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে, যার সাহায্যে সহজেই এই কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন।

সার্জারি
অনেকের এই ডার্ক সার্কেলের সমস্যা এত বেশি হয় যে তখন সার্জারি করানোর কথা ভাবেন। কারণ ডার্ক সার্কেলে চোখের তলা একদম ফুলে যায়। চামড়া ঝুলে যায়। সেক্ষেত্রে সার্জারি ছাড়া অন্য উপায় থাকে না। তবে এসবের থেকেও দরকারি হল নিজের প্রতি যত্ন নেওয়া। মন থেকে ভালো থাকলে কিন্তু এই সব সমস্যা দূর হয়ে যাবে। নিয়মমতো ফেসিয়াল করুন। ত্বকে ময়েশ্চারাইজার লাগান। ভালো ভালো খাবার খান। সারা দিনে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে মৌসুমী  ফল খান। এ ছাড়া পর্যাপ্ত ঘুমেরও কিন্তু খুব প্রয়োজন।

ঘরোয়া প্রতিকার
প্রতিদিন শশার রস আর আলুর রস একসঙ্গে  মিশিয়ে চোখের নিচে লাগান। এতে থাকা অ্যাসকরবিক অ্যাসিড, ক্যাফেইকের ডার্ক সার্কল দূর করে। এ ছাড়া পাতলা করে শসা কেটে চোখের ওপর রাখলে মনও রিল্যাক্স হয়। নিয়মিত এই টোটকা ব্যবহার পারলে ফল পাবেন

মেকআপের সময়
যদি ডার্ক সার্লকেল থাকে তাহলে অবশ্যই মেকআপের সময় কনসিলার ব্যবহার করবেন। তার আগে অবশ্যই ত্বকে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে দিন। স্মাজ প্রুফ আইলাইনার সঙ্গে রাখুন। কাজল ব্যবহার করার চেষ্টা করুন। অবশ্যই আইশ্যাডো ব্যবহার করবেন। চোখের নিচেও হালকা করে দিতে পারেন আইশ্যাডো। এসব ছাড়াও কিন্তু ভালো করে ঘুমের প্রয়োজন। ভিটামিন বি খান। প্রয়োজনে ভিটামিন বি ও  গ্লুটাথিয়ন ইঞ্জেকশনও নিতে পারেন।

মতামত দিন