পিএসজি থেকে বাদ পড়ছেন রামোস!
সাবেক রিয়াল মাদ্রিদ তারকা সার্জিও রামোসকে দলে নিলেও তার সঙ্গে চুক্তি বাতিল করে দিতে পারে ফরাসি জায়ান্ট পিএসজি। প্যারিসে রামোসের আগমনের চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও মাঠে নামতে না পারার কারণেই এমন আলোচনা ভেসে বেড়াচ্ছে ফ্রান্সের ফুটবলাঙ্গনে। এমনটি বলছে দেশটির প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন।
এ বছরের জুলাইয়ে পিএসজির সঙ্গে চুক্তি করেন রামোস। কিন্তু ইনজুরির কারণে এখনও মাঠে নামতে পারেননি তিনি। এ কারণেই রামোসের ওপর নাখোশ ফরাসি ক্লাবটির সমর্থকরা। তারই প্রভাব পড়ছে সংবাদ মাধ্যমে। সব মিলিয়ে রামোসও এখনও পিএসজির জন্য এক আক্ষেপের নাম। যেই আশা নিয়ে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি তাকে দলে ভিড়িছিলেন তা তো পূরণ হচ্ছেই না, মিলছে না রামোস কবে নাগাদ মাঠে নামতে পারেন তার নিশ্চয়তাও।
এর আগে রামোসকে কেনার সমালোচনা করেছিলেন পিএসজির সাবেক খেলোয়াড় জেরোমি রোথেন। রোথেন বলেন, রামোসের বয়স হয়েছে। ইনজুরি থেকে ফিরে সে কি আবার টপ লেভেলে খেলতে পারবে? আমার এটি নিয়ে অনেক সন্দেহ হয়। সে যখন প্যারিসে আসে তখন অনেকেই বলেছিল রামোস পিএসজির মানসিকতা বদলে দেবে। কিন্তু এখনও পর্যন্ত ফরাসি ক্লাবটির ডিফেন্স মার্কুইনহোস ও প্রেসনেল কিম্পেম্বের কাঁধে।
মতামত দিন