চট্টগ্রামে একটি বাসায় আগুন, দগ্ধ একই পরিবারের ৬
চট্টগ্রাম নগরের কাট্টলী এলাকার একটি বাসায় আগুন লেগে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। সোমবার (১ নভেম্বর) রাতে কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সাজেদা বেগম (৩৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আক্তার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস জানায়, ‘সোমবার রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু এর আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। এ ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
মতামত দিন