বাংলাদেশ

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ ঢামেকে

নরসিংদী সদরের আলোকবালী ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধরা হলেন- মেম্বার প্রার্থী মো. আবু খায়ের (৪০), বেলাল হোসেন (৪০), খায়রুল হোসেন (৩২) ও হাসেম মিয়া (৫০)। টেটাবিদ্ধ দুইজন হলেন- মো. সহিদুল (৫০) ও মো. ফজর আলী (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সকালে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত হন। এছাড়াও গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ ওই চারজনকে ঢামেকে ভর্তি করা হয়। বাকিরা নরসিংদী সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে গুলিবিদ্ধ ও টেটাবিদ্ধ হয়ে ছয়জন এসেছে। তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতামত দিন