খেলাধুলা

বার্সার নতুন কোচ জাভি

২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনার কোচের জন্য নিযুক্ত হলেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। চলতি মৌসুমের (২০২১-২২) পুরোটা ও আগামী দুই মৌসুমের জন্য বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাভি। সোমবার (৮ নভেম্বর) ক্যাম্প ন্যুয়ে দর্শকদের সামনে নতুন পরিচয়ে হাজির হবেন এই স্প্যানিশ কিংবদন্তি। এরপর একটি সংবাদ সম্মেলনও করার কথা রয়েছে তার।

বার্সেলোনার একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছিলেন জাভি। ১৯৯৮ সালে কাতালান ক্লাবটির হয়ে অভিষেক হওয়া জাভি খেলেছেন ২০১৫ সাল অবধি। বিদায়ের সময় বার্সেলোনা হয়ে সবচেয়ে বেশি ৭৬৭ ম্যাচ খেলার রেকর্ডও ছিল তার দখলে। পরে ৭৭৮ ম্যাচ খেলে সেটি ভাঙেন লিওনেল মেসি।

এর মধ্যে জিতেছেন ২৫টি মেজর শিরোপা। ৮টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি কোপা দেলরে, দুটি ক্লাব বিশ্বকাপ, দুইটি ইউরোপিয়ান সুপার কাপ ও ছয়টি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন তিনি। পরে আল সাদে গিয়ে ২০১৯ সালে ক্যারিয়ার শেষ করার পর কোচের দায়িত্ব নেন জাভি। সেখানে জেতেন মোট ৭টি শিরোপা।

এর আগেই আল-সাদের বিবৃতির মাধ্যমে পরিষ্কার হয়ে গিয়েছিল সবকিছু। তারা জানিয়েছিল, 'চুক্তিতে নির্ধারিত রিলিজ ক্লজ পরিশোধের পর আল-সাদের পরিচালকমণ্ডলী জাভিকে বার্সেলোনায় যেতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।' 

প্রসঙ্গত, রোনাল্ড কোম্যানের অধীনে বার্সা একেবারেই সুবিধা করতে পারেনি। স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত নিজেদের খেলা ১০ ম্যাচে মাত্র ৪টিতে জয় পাওয়া বার্সা তখন ছিল ৯ নম্বরে। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে এল ক্লাসিকোতে হেরে গিয়ে নিজের চাকরিকে আরও বিপদের মুখে ফেলেন কোম্যান। এরপর রায়ো ভায়োকানোর কাছে ১-০ ব্যবধানে হারের পর তাকে বরখাস্ত করা হয়।

মতামত দিন