অর্থনীতি

ফের দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারণ করা নতুন দাম আজ (১৩ নভেম্বর) থেকে কার্যকর হয়েছে। স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছিল।

এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ১৫০ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৬২ হাজার ৪০২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৫২ হাজার ৮০ টাকা।

স্বর্ণের পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামেও বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম বেড়েছে ৪ দশমিক ৬৮ শতাংশ। এতে প্রতি আউন্স রুপার দাম বেড়ে হয়েছে ২৫ দশমিক ৩০ ডলার। ফলে মাসের ব্যবধানে রুপার দাম বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়া আরেক দামি ধাতু প্লাটিনামের দামও গত সপ্তাহে বেড়েছে। গত সপ্তাহে এই ধাতুটির দাম বেড়েছে ৪ দশমিক ৬১ শতাংশ। মাসের ব্যবধানে বেড়েছে ৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে ১০৮২ দশমিক ২২ ডলারে।

মতামত দিন