খেলাধুলা

এশিয়ান আর্চারির মূল পর্ব থেকে ছিটকে গেলেন রোমান-দিয়া

২২ তম এশিয়ান আর্চারির মূল পর্বে রিকার্ভ পুরুষ একক ও নারী একক থেকে বাদ পড়লেন বাংলাদেশের আর্চাররা। বিকেলে কম্পাউন্ড এককে লড়বেন বাংলাদেশের আর্চাররা।

এর আগে, সকালে পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের রোমান সানার মুখোমুখি হয় রুবেল। কিন্তু রুবেলের কাছে হেরে যান রোমান। যেখানে বাংলাদেশের সেরা আর্চার বিদায় নেন দ্বিতীয় রাউন্ড থেকেই। কোয়ার্টার ফাইনালে রুবেলের প্রতিপক্ষ ছিলেন ২০১৬ রিও অলিম্পিকের স্বর্ণজয়ী দক্ষিণ কোরিয়ার লি। আর শেষ আটের লড়াইয়ে হেরে পুরুষ একক রিকার্ভ থেকে বাদ পড়ে বাংলাদেশ। 

এদিকে, নারীদের রিকার্ভ এককে দারুণ পারফর্ম করেন বাংলাদেশের দিয়া সিদ্দিকী। দ্বিতীয় রাউন্ডে ভারতের অঙ্কিতাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন এই আর্চার। কিন্তু কোয়ার্টারে আর টিকে থাকতে পারেনি দিয়া। কোরিয়ার দাশমির কাছে হেরে রিকার্ভ একক থেকে বিদায় নেন তিনি। বিকেলে কমপাউন্ড এককে লড়বে বাংলাদেশের আর্চাররা।

ক্রিকেটের বাইরে যে খেলাটায় বাংলাদেশ চোখ রাঙাতে পারে সারা দুনিয়াকে, সেটা আর্চারি। সেই আর্চারির এশিয়ার মেগা আসর ২২তম এশিয়ান চ্যাম্পিয়নশিপ বসছে ঘরের মাঠেই। ১৩ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠেয় আসরের লোগো উন্মোচন হয়েছে রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে।

১৭ দেশের সেরা তীরন্দাজদের লড়াই হচ্ছে বনানীর আর্মি স্টেডিয়ামে। আনা হয়েছে বিদেশি বিচারকও। ১৩১ জন আর্চারকে দেওয়া হবে আন্তর্জাতিক সব সুযোগ-সুবিধা।

মতামত দিন