সু চির বিরুদ্ধে জান্তা সরকারের আরও একটি অভিযোগ
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেছে জান্তা সরকার। গত বছরের নির্বাচনে জালিয়াতি এবং আইনবহির্ভূত কাজে' জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সাবেক প্রেসিডেন্ট উইন মিন্ট, নির্বাচন কমিশনের চেয়ারম্যানসহ আরও ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে।
এদিকে দেশটির সেনা সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে এবার অস্ত্র হাতে তুলে নিয়েছে মিয়ানমারের নারীরা। যোগ দিচ্ছেন বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির-এনএলডির শীর্ষ নেতাদের। তখন থেকেই গৃহবন্দী ৭৬ বছর বয়সী সু চি। বর্তমানে তার বিরুদ্ধে ঔপনিবেশিক যুগের রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গ, দুর্নীতি, অবৈধভাবে ওয়াকিটকি রাখা এবং নির্বাচনী প্রচারণায় করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে বিচার চলছে।
এদিকে জান্তা সরকারের দমন-পীড়নের হাত থেকে বাঁচতে এবার অস্ত্র হাতে তুলে নিচ্ছে মিয়ানমারের নারীরা। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মতো নারীরাও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৈরি করছে। সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের উন্নত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে ওই খবরে বলা হয়।
মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টার। মঙ্গলবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছালে পরিবারের সদস্যরা তাকে তাকে স্বাগত জানান। এ সময় সঙ্গে ছিলেন তার মুক্তির জন্য মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে মধ্যস্থতাকারী সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন।
মতামত দিন