বাংলাদেশ

সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানীর সায়দাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম শফিকুল ইসলাম (৪০)। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জন মারা গেলেন। বুধবার (১৭ নভেম্বর) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয় তার।
 
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, শফিকুলের ৭৮ শতাংস দগ্ধ ছিল। শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া, বর্তমানে কবির হোসেন (৪০) ৮৫ শতাংস দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। এর আগে রিপন মিয়া, আবুল কালাম ও বিশ্বনাথ নামে ৪ জন চিকিৎসাধীন মারা যান।

গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সায়দাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচতলাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এ বিস্ফোরণ ঘটনা ঘটে। এত তারা দগ্ধ হন।

মতামত দিন