বাংলাদেশ

রাজধানীতে শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে পৃথক ঘটনায় নবজাতকসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) সকালে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) এসএম মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ট্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন ভবন সংলগ্ন প্রধান সড়কের ফুটপাত থেকে উদ্ধার করা হয় দীন মোহাম্মদ (৩৫) নামে এক যুবককে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মৃতদেহটি মর্গে পাঠানো হয়। সে ছিল ভবঘুরে ও মাদকাসক্ত। রাস্তাঘাটেই থাকত সে। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
 
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলের বাগান গেটের ভেতর ময়লার স্তূপে একটি নবজাতকের লাশ দেখতে পায় লোকজন। পরে ক্যাম্পে খবর দিলে শাহবাগ থানার পুলিশের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
 
মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক একদিন। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাকতটি বাগান গেটের ভেতর ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

মতামত দিন