নাইজেরিয়ার বন্দুক হামলায় নিহত অন্তত ১৫
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলী এলাকায় বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সোকোতোর ইল্লেলা ও গোরোনিও শহরে সন্ত্রাসীরা হামলা ও লুটপাট চালায় বলে জানিয়েছেন দেশটির সোকোতো প্রদেশের গভর্নর।
সোকোতো প্রদেশের গভর্নর আমিনু ওয়াজিরি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সোকোতোর ইল্লেলা ও গোরোনিও শহরে হামলা ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। এ সময় তাদের গুলিতে ইল্লেলা শহরে ১৩ জন ও গোরোনিও শহরে দুজনের মৃত্যু হয়।
প্রাদেশিক গভর্নর আরও বলেন, ডাকাত থেকে সন্ত্রাসীতে ‘উন্নীত’ হওয়া দুষ্কৃতকারীরাই এই আক্রমণ-লুটপাট-হত্যার জন্য দায়ী। গত মাসেও সোকোতোতে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলায় ৪৩ জন প্রাণ হারিয়েছিলেন।
চলতি বছর পুরো উত্তরপশ্চিম নাইজেরিয়া জুড়ে শত শত মানুষ অপহরণ ও হত্যার শিকার হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতে ওই অঞ্চলে কঠোর অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী।
এ সময় তাদের গুলিতে ইল্লেলা শহরে ১৩ জন ও গোরোনিও শহরে ২ জন মারা যান। দেশটির সন্ত্রাসকবলিত উত্তরপশ্চিমাঞ্চলে বন্দুকধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। চলতি বছর পুরো উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় শত শত মানুষ অপহরণ ও হত্যার শিকার হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতে ওই অঞ্চলে কঠোর অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
মতামত দিন