বাংলাদেশ

ইউপি নির্বাচন: যশোরে স্বতন্ত্রপ্রার্থীর ওপর হামলা

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও তার লোকজনের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় সুষ্ঠু নির্বাচনের দাবি জানান যশোরে স্বতন্ত্র প্রার্থী বদর উদ্দীন মোল্লা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘ ৪০ বছর ধরে আওয়ামী লীগ করছেন তিনি। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার চেষ্টা করেছিলেন। নৌকা না পাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু ইউনিয়নবাসীর দাবির মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। এরপর থেকে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর লোকজন অব্যাহতভাবে হুমকি ও হামলা করে আসছে।

এছাড়া ১ নভেম্বর মনোনয়নপত্র জমা দিতে গেলেও তার ওপর হামলা চালানো হয়। সর্বশেষ বুধবার (১৭ নভেম্বর) প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে তার লোকজনের উপর হামলা চালানো হয়। এ সময় মারপিটের পাশাপাশি ৪/৫টি মোটরসাইকলে ভাঙচুর করা হয়। এখন তার পক্ষের লোকজনের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে।

বদর উদ্দীন মোল্লার দাবি, নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টুর হয়ে দিলু পাটোয়ারী ও তার লোকজন এসব হামলা চালাচ্ছে ও হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বদর উদ্দীন মোল্লার সঙ্গে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

মতামত দিন