মৃত্যুর পরও শেহনাজকে আঁকড়ে সিদ্ধার্থ
প্রেমিক সিদ্ধার্থের মৃত্যুর পর থেকে নিজেকে পুরো এক ঘরা করে রেখেছিলেন শেহনাজ গিল। ক্যামেরার সামনে তো দূরের কথা সামাজিক যোগাযোগমাধ্যমেও আসেননি তিনি। বর্তমানে শোক কাটিয়ে একটু একটু করে নিজেকে কাজে ব্যস্ত রাখলেও এখনও প্রেমিকের স্মৃতি ঘিরেই তার জীবন। সম্প্রতি আরও একবার মনে করিয়ে দিলেন সে খবর বিগ বসের এই সাবেক প্রতিযোগী।
সম্প্রতি শেহনাজ গিয়েছিল এক অনুষ্ঠানে। সেখানে তাকে দেখা গেল প্রয়াত প্রেমিক সিদ্ধার্থ শুক্লার মা রিমা শুক্লার পোশাকে। নীল রঙের সালোয়ার কামিজ পরেছিলেন সিদ্ধার্থের প্রেমিকা। সেই একই সালোয়ারে অতীতে দেখা গিয়েছিল সিদ্ধার্থের মাকেও।
এই প্রথম নয়, অতীতেও নিজের শাড়ি শেহনাজকে উপহার দিয়েছিলেন রিমা শুক্লার। শোনা যায়, ছেলের প্রেমিকাকে নিজের সন্তানের মতোই স্নেহ করেন তিনি।
স্বাভাবিক ছন্দে ফিরেছেন শেহনাজ। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার পাঞ্জাবি সিনেমা 'হসলা রাখ'। সেই সিনেমার শুটিং সেটেও কাজের মধ্যে কেঁদে ফেলেছেন বহুবার। এই সিনেমার প্রচারণায় যেয়ে প্রয়াত প্রেমিকের কথা উঠতেই তিনি বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছিলেন। সে সময় সহ অভিনেতা দিলজিৎ তাকে সামলাতে আসেন। এই ঘটনাটি সকলকেই আবেগপ্রবণ করে তুলেছিল। সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
‘বিগ বস’ ১৩ সিজনের আসরে প্রথমবারের মতো এক সঙ্গে দেখা গিয়েছিল শেহনাজ ও সিদ্ধার্থ শুক্লাকে। অনুষ্ঠানে তাদের রসায়ন খুব পছন্দ করত দর্শকরা। ভালোবেসে ভক্তরা তাদের একসঙ্গে ডাকতেন 'সিদনাজ'।
সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শেহনাজ গিলের। ভালোই চলছিল সবকিছু। ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন দু’জনেই। ভবিষ্যতে আরও ভালো দিনের অপেক্ষায় ছিলেন। কিন্তু হঠাৎ সব কেমন ওলটপালট হয়ে গেল। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন শেহনাজ।
মতামত দিন