ইতিহাসের দ্বারপ্রান্ত থেকে ফিরলেন জকোভিচ
পুরুষদের এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামে ইতিহাস গড়া আর হলো না নোভাক জকোভিচের। ইউএস ওপেনের ফাইনালে এ সার্বিয়ান তারকাকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন মেদভেদেভ।
৬-৪, ৬-৪ এবং ৬-৪ সেটে জোকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হারের বদলাটাই নিলেন মেদভেদেভ। জোকোভিচের সামনে ছিলো ইতিহাস গড়ার হাতছানি। রাশিয়ান টেনিস তারকাকে হারাতে পারলে ছেলেদের এককে প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্ল্যাম জিততেন জকো।
এরই সাথে ইতিহাসের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি ছিল জোকার খ্যাত এ টেনিস সেনসেশনের। কিন্তু শেষ পর্যন্ত মেদভেদেভের সামনে দাড়াতেই পারলেন না বিশ্বের এক নম্বর তারকা।
মতামত দিন