সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট: যাত্রীদের ভোগান্তি চরমে
সুনামগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট পালন করছে। এতে সকাল থেকেই গন্তব্যে পৌঁছাতে পথে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
সকালে সুনামগঞ্জ বাস টার্মিনালে দেখা যায়, বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরের সুনামগঞ্জের এ টার্মিনালে এসে সাধারণ যাত্রীরা টিকেট কাউন্টারগুলো বন্ধ দেখতে পায়। বাস কাউন্টারের সামনে অনেকেই পরিবার-পরিজন নিয়ে গন্তব্যে যাওয়া জন্য অপেক্ষা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাউন্টারগুলোর সামনে বাড়ছে যাত্রীদের ভিড়।
যাত্রীদের অভিযোগ, যাত্রীদের এ দুর্ভোগ খুব হতাশার। যানবাহনে যদি কেউ চাদাবাজি করে তাহলে এটা পুলিশকে তাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে। বিভিন্ন কারণে তাদের ঢাকায় যাওয়া খুব দরকার। তারা সকাল থেকে টার্মিনালের সামনে অপেক্ষা করছেন। দ্রুত এ সমস্যার সমাধান করে যাত্রীদের ভোগান্তি থেকে মুক্তি দেয়া হোক বলে দাবি তাদের।
পরিবহন শ্রমিক নেতারা জানান, আমরা বিষয়টি সুনামগঞ্জ পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, সিলেট পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ওই চাঁদাবাজ চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠে। এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা।
মতামত দিন