অর্থনীতি

শেয়ারবাজারে লেনদেনে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান দুই শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা গেছে। সেইসঙ্গে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। 

প্রথম এক ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৬৭ পয়েন্ট বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৯ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৮টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৯০৫ কোটি ৩২ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৮ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ২৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

মতামত দিন