বাংলাদেশ

কোরআন অবমাননাকে কেন্দ্র করে মন্দির ভাংচুর: হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি

চাঁদপুরের হাজীগঞ্জের মন্দিরে হামলার ঘটনায় বুধবার (১৩ অক্টোবর) রাত ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ঘটনা তদন্তে বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এই তথ্য নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, বুধবার রাত নয়টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১৭ পুলিশ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি সামাল দিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, কোরআন অবমাননার প্রতিবাদে রাত ৮টার পর হাজীগঞ্জ পৌর এলাকার রান্ধুনীমূড়া থেকে একটি মিছিল বাজারে আসে। বাজারের লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া সামনে এলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শ্রমিকসহ ৪ জন নিহত হয়েছেন। মৃতদেহ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।


মতামত দিন