পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম এলিমিনেটর ম্যাচে টস জিতে পেশোয়ার জালমিকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে তামিম ইকবালদের লাহোর কালান্দার্স। করাচির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
এ ম্যাচে পেশোয়ার ও লাহোরের মধ্যে যারাই হেরে যাবে তাদের বিদায় নিশ্চিত। তবে জিতলে ফাইনালের জন্য আরও একটি সুযোগ থাকবে তামিম ইকবালদের।
এই ম্যাচে যারা জিতবে তারা আগামীকাল রোববার দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুলতান সুলতান্সের মুখোমুখি হবে। আর সেই ম্যাচে যারা জিতবে তারা মঙ্গলবারের ফাইনালে বাবর আজমদের করাচি কিংসের বিপক্ষে ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে।
অনেক আগেই পিএসএলের চলতি আসর শেষ হওয়ার কথা ছিল; কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে প্লে-অফের আগেই বন্ধ হয়ে যায় পিএসএল। দীর্ঘদিন পর শনিবার ফের শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের প্লে-অফের খেলা।
এদিন প্রথম কোয়ালিফায়ারে মুলতান সুলতান্সকে সুপার ওভারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে করাচি কিংস।
লাহোর কালান্দার্স: সোহেল আখতার (অধিনায়ক), ফখর জামান, তামিম ইকবাল, মোহাম্মদ হাফিজ, বেন ডাক, ডেভিড ওয়াইজ, সামিত প্যাটেল, মোহাম্মদ ফাইজান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও দিলবার হুসেন।