বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ | ১৩:৫৭:০৪

মোহনা সংবাদ ২৪ ডট কম

মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, তবু খুশি নয় ভারতের সিনেপ্রেমীরা

It Admin Mohona, Mohona Songbad | আপডেট: ২৩:০৫, জুন ২৫, ২০২০

সদ্য প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ জুলাই।তবে ভারতে চলমান পরিস্থিতিতে সিনেমাটি ডিজিটাল প্লার্টফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমন সিদ্ধান্তে একেবারে নাখোশ ভারতের সিনেপ্রেমীরা।

তাদের দাবি, ডিজিটাল প্লার্টফর্মে নয়, সুশান্তের শেষ ছবি সিনেমা হলেই মুক্তি দিতে হবে।

এ দাবিতে নেটদুনিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছেন সুশান্তভক্তরা।

টুইটার, ফেসবুকে অনেকেই লিখছেন, দিল বেচারা থিয়েটারে মুক্তি দিতে হবে, অনলাইনে নয়। একবার সিনেমা হলে মুক্তি দিয়েই দেখুন। এই সিনেমাকে ভারতের সব থেকে বেশি উপার্জনকারী ছবি করে তুলব আমরা।

দাবির সপক্ষে সুশান্তের ছবিতে ফুলের মালা ছড়িয়ে রীতিমত রাস্তায় বিক্ষোভে নেমেছেন অনেকে। ভারতের সোশ্যাল মিডিয়ায় সেসব বিক্ষোভের চিত্র ভাইরাল হয়েছে।

সুশান্তভক্তদের যুক্তি, অনলাইন প্লার্টফর্মে কোনো সিনেমা মুক্তি পেলে সেই ছবি কখনোই আর প্রেক্ষাগৃহে ফেরে না। তাই আমরা এই ছবিটির অনলাইন মুক্তি বন্ধের দাবি জানাচ্ছি। ছবিটিকে ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদের।

একটু ভিন্নরকম বার্তা দিচ্ছেন কেউ কেউ।

তারা বলছেন, হ্যাঁ এটা অবশ্যই মানতে হবে যে, করোনা পরিস্থিতিতে ছবিটি সিনেমাহলে মুক্তি দেয়া অসম্ভব। এতে মহামারীর বিস্ফোরণ ঘটবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মুক্তির দাবি জানাচ্ছি আমরা।

অনেকেই ক্ষোভ উগড়ে দিয়ে বলছেন, আমরা যতই দাবি জানাই, বলিউড আমাদের কথা শুনতে চাইছে না। ওরা শুধুই টাকার পেছনে ছুটছে।

সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'হটস্টার' এ মুক্তির কথা ঘোষণা করা হয়।

ছবির মুক্তির কথা পোস্ট করে ডিজনি হটস্টার টুইট করে, এটি একটি ভালোবাসা, আশা ও অন্তহীন স্মৃতির গল্প। সুশান্ত সিং রাজপুতের কথা আমাদের মনে চির লালিত হবে।

প্রসঙ্গত, সুশান্ত সিংয়ের জীবনের শেষ ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জনা সঙ্ঘী, সাইফ আলি খান, স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার পরিচালনায় এটাই প্রথম ছবি।

 অ্যাড বিভাগ

শিরোনাম »
২০৩০ সালের মধ্যে সব মাধ্যমিক বিদ্যালয় হবে ডিজিটাল মা-বাবার ভালোবাসায় ভাগ বসানোয় শিশু মিমকে হত্যা কোভিড-১৯ মহামারী ডিজিটাল পরিসেবার শক্তিকে উন্মোচিত করেছে: প্রধানমন্ত্রী মেট্রোরেলের সবকিছু ওলট-পালট করে দিয়েছে করোনা করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬ ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মির্জাপুরের মেয়র হলেন আ.লীগের সালমা কোভিড-১৯ মোকাবেলায় অনুদান গ্রহণ প্রধানমন্ত্রীর ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকদের সড়ক অবরোধ শীতে করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা প্রস্তুতি নেয়ার আহ্বান প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলনের ডাক মিথ্যাবাদী রাখালের গল্পের মতো ট্রাম্পকে পাঠানো চিঠিতে বিষ সংকট নিরসনে সমুদ্রপথে আসছে পিয়াজ ভারতে করোনা শনাক্ত ৫০ লাখ ছাড়াল ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে বললেন রিজভী তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ‘গভীরতার নেপথ্যে ডিসেম্বরের আগে স্কুল না খুললে ষষ্ঠ শ্রেণিতে ‘অটো’ প্রমোশন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে : প্রধানমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের ‘জীবন বদলে দেওয়া’ ডিভাইস দিচ্ছেন মেসি সাদেক বাচ্চুকে হারিয়ে শোকাহত চলচ্চিত্র অঙ্গন পরীক্ষা ছাড়াই সার্টিফিকেট পাবে শিক্ষার্থীরা অস্থির পেঁয়াজের বাজার দাম বাড়ছে হু হু করে করোনার হটস্পট এখন ভারত করোনার টিকা নিয়ে দারুন সুখবর দিল চীন শ্রীলঙ্কার শর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না পাপন তিন মাস আগেই অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন খুলনায় তিনজনকে কুপিয়ে জখম সিসিইউতে সম্রাট ১৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন ডাকাতির মামলায় র‍্যাবের সাবেক ৫ সদস্যের কারাদণ্ড পুলিশের সঙ্গে অপরাধীর সম্পর্ক থাকলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার